
চঞ্চল,
মঙ্গবার লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার দইখাওয়া আদর্শ কলেজ-এর আয়োজনে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
এ বিষয়ে বুধবার একটি বিজ্ঞপ্তি দেয় জেলা পুলিশ।
জেলা পুলিশ জানায়, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মানববন্ধন ও র্যালির পর দইখাওয়া আদর্শ কলেজ হলরুমে দইখাওয়া আদর্শ কলেজ-এর সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন, হাতীবান্ধার আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভার সভাপতিত্ব করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা। এছাড়া ছাত্র-ছাত্রীরা বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে জনমনে গণসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এই অনুষ্ঠানে লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া, অবসরপ্রাপ্ত কর্নেল নিয়ামুল ফাতেমী (বীর প্রতীক), লালমনিরহাট বি-সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জয়ন্ত কুমার সেন, দইখাওয়া আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ মোফাজ্জল হোসেন, হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন-নবী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “মাদক ও বাল্যবিবাহ সমাজের বড় ব্যাধি। এই দুটি বিষয় আমাদের তরুণদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। পুলিশ হিসেবে আমরা মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছি এবং বাল্যবিবাহ বন্ধেও কাজ করছি। সমাজের সবার সহযোগিতা ছাড়া এই লড়াইয়ে জেতা সম্ভব নয়। আমি সবার প্রতি আহ্বান জানাই, এই আন্দোলনকে সফল করতে আপনারা এগিয়ে আসুন।” এই সফল আয়োজনটি স্থানীয় পর্যায়ে মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।