
চঞ্চল,
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ঝাড়িরঝাড় এলাকার রত্নাই নদীর (যা খাল সদৃশ) উপর জেলা যুবদলের প্রচেষ্টায় নির্মিত একটি কাঠের সেতুর উদ্বোধন অনুষ্ঠান সোমবার বিকেলে সম্পন্ন হয়েছে।
বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই জনগুরুত্বপূর্ণ সেতুটি উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা বহু বছরের দুর্ভোগ থেকে মুক্তি পাওয়ায় আনন্দ প্রকাশ করেন। তারা জানান, সেতু না থাকায় দীর্ঘদিন ধরে নদী পারাপার হতে তাদের চরম সমস্যা হতো, বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীরা সঠিক সময়ে বিদ্যালয়ে পৌঁছাতে পারতো না। স্থানীয়রা এই অস্থায়ী সেতুর স্থানে ভবিষ্যতে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণের জন্য আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ ওরফে ভিপি আনিছ ও সদস্য সচিব হাসান আলী সহ ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
উদ্বোধনের পর সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “যেখানে এই সেতুটি নির্মাণ করা হয়েছে, সেটাকে নদী বলা চলে না, এটি মূলত একটি খালের মতো।“ তিনি প্রশ্ন তোলেন, বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকার এই সামান্য খালের ওপরও একটি সেতু নির্মাণ করতে পারেনি।“
তাঁর মতে, আওয়ামী লীগ সরকার নির্বাচিত না হওয়ায় এবং ফ্যাসিবাদী শাসনের কারণে মানুষের দুঃখ-দুর্দশার প্রতি তাদের কোনো দরদ বা আন্তরিকতা ছিল না।
অধ্যক্ষ দুলু আরও জানান, ৫ই আগস্টের পর থেকে রাজনৈতিক কার্যক্রম ও জনগণের কাছাকাছি যাওয়ার সুযোগ পাওয়ায় তারা নিজ উদ্যোগে মানুষের কষ্ট লাঘবের জন্য উন্নয়নমূলক কাজ করছেন।
তিনি উল্লেখ করেন, যুবদল লালমনিরহাট জেলায় ইতোমধ্যে এমন একাধিক সেতু নির্মাণ করেছে এবং প্রায় ১৩০ কিলোমিটার রাস্তা মাটি কেটে সংস্কার করেছে। এছাড়াও, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও বিভিন্ন উন্নয়নমূলক কাজের মাধ্যমে জনদুর্ভোগ কমাতে কাজ করছে।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

























