
তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বাজারে অবস্থিত এসএস ইলেকট্রনিকস এন্ড ওয়ালটন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন বড়বাড়ি বণিক সমিতির সম্পাদক তফিকুল ইসলাম তপু। তবে ফায়ার সার্ভিস জানায় ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা।
রবিবার -১৩ এপ্রিল- সকাল ৬টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে সিরাজুল ইসলামের এসএস ইলেকট্রনিক্স এন্ড ওয়ালটন মার্কেটে আগুন লেগেছে এমন খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে যান। এরপর তারা দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে আগুনটি বৈদ্যুতিক শর্টসার্কিট এর কারণে লেগেছে বলে তারা ধারণা করছেন। তবে এক্ষেত্রে অধিকতর তদন্তের প্রয়োজন বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
তফিকুল ইসলাম তপু বলেন, “ওই মার্কেটে ওয়ালটন ব্র্যান্ডের ফ্রিজ,এসি,টিভি,রাইস কুকারসহ বিভিন্ন ধরনের ফার্নিচার,গিজার ,গ্যাস সিলিন্ডার,আকাশ ডিস ও ওয়ালটন স্মার্টফোন সহ প্রায় অর্ধ কোটি টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। আমার সাথে দোকান ঘরের মালিক মাসুদ মিয়া ও ব্যবসায়ী সিরাজুল ইসলামের কথা হয়েছে। তারা এই দাবিটিই জানিয়েছেন। আর আমার ধারণাও তাই।
লালমনিরহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রোকনুজ্জামান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে এখনও নিশ্চিত বলা যাচ্ছে না। আমাদের আসেসমেন্ট অনুযায়ী দুই ব্যবসায়ীর মিলে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”
এ বিষয়ে তফিকুল ইসলাম তপু বলেন, “আমাদের সাথে ফায়ার সার্ভিসের কথা হয়েছে। তারা ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করতে আগামীকাল আবার ঘটনাস্থলে আসার কথা।“