
তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাটে সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের আয়োজনে সারাদেশে বিভিন্ন স্থানে চলমান নৈরাজ্য, অব্যাহত ধর্ষণ, নারী ও শিশু নিপীড়ন, হত্যা, সহিংসতার বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রমাণিত দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৩ মার্চ “বৃহস্পতিবার” সকাল আনুমানিক ১০:৩০ মিনিটে লালমনিরহাটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংগঠনটির বিভিন্ন বয়সের নারী ও পুরুষ সদস্যরা মুখে কালো কাপড় বেঁধে ব্যতিক্রমী এই মৌন প্রতিবাদে অংশ নেন।
সমাবেশে অংশগ্রহণকারীদের হাতে ছিল ‘লাখো শহীদের বাংলায় ধর্ষণের ঠাঁই নাই’, ‘ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চাই’, ‘নারী ও শিশুর প্রতি সহিংসতার রুখে দাও’, ‘সারাদেশে ধর্ষণ-হত্যা-নিপীড়ন বন্ধ করো’, ‘নিরাপদ জীবনের নিশ্চয়তা চাই’, ‘নিপীড়নের বিরুদ্ধে আমরা’, ‘আমার অবাধ চলার পর বন্ধ কেন?’ ইত্যাদি লেখা ফেস্টুন।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের সভাপতি দীপক মণ্ডল, সাধারণ সম্পাদক সূফী মোহাম্মদ, প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক এন এইচ আশিক, দপ্তর সম্পাদক রিয়াজুল হক সরকার, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক শাহানূর ইসলাম, অনুষ্ঠান বিষয়ক সহ-সম্পাদক শিব সুন্দর, কার্যকরী সদস্য মুনিম হোসেন খন্দকার প্রতীক, শাহজাহান আলী,কাজলী বেগম, রফিক ইসলাম রফিক ও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।