
তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নে একটি পুকুরে দাদার সাথে ঘাস ধুতে যান ৯ বছর বয়সী শিশু মিরাজ মিয়া। এক পর্যায়ে তিনি পানিতে ডুবে যান। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
শুক্রবার -২৫ এপ্রিল- শিশু মিরাজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী ও স্থানীয় ইউপি সদস্য মো. সাইদুল ইসলাম।
নিহত মিরাজ পঞ্চগ্রাম ইউনিয়নের কিসামত নগরবন্দ এলাকার মো. মোস্তফা কামালের ছেলে।
সূত্র মারফত জানা যায়, শিশু মিরাজ শুক্রবার দুপুরে দাদা আফজালের সাথে ঘাস ধোয়ার জন্য বাড়ির পাশের পুকুরে যান। ঘাস ধোয়া শেষ হলে দাদা আফজাল নাতি মিরাজকে বাড়িতে আসতে বলে বাড়ির দিকে রওয়ানা দেন। পরে বাড়িতে গিয়ে মিরাজকে না দেখে আবার পুকুরে ফিরে যান। তখন পরিবারের লোকজন ও এলাকাবাসী মিলে পুকুরে নেমে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু ৩০ মিনিটের অধিক সময় ধরে চেষ্টা করে শিশু মিরাজকে উদ্ধার না করতে পারায় তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে সাহায্যের জন্য রংপুরের ডুবুরি দলকে খবর দেয়। দুপুর ৩ টার দিকে রংপুরের ডুবুরি দল ঘটনাস্থলে এসে দীর্ঘ ৩ ঘণ্টারও অধিক সময় চেষ্টার পর সন্ধ্যা ৬ঃ৩০ মিনিটে মিরাজের মৃতদেহ উদ্ধার করেন।
পঞ্চগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাইদুল ইসলাম, “মিরাজ সম্পর্কে আমার নাতি হবে। বিষয়টি অনেক দুঃখজনক।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, লালমনিরহাটের উপ-সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন বলেন,” খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সাহায্যের জন্য রংপুরের ডুবুরী দলকে খবর দিই। তারা এসে শিশু মিরাজের মৃতদেহ উদ্ধার করেন।
ঘটনাস্থলে থাকা সদর থানার পুলিশ উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম বলেন, “ পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মৃতদেহ তাদের কাছে হস্তান্তর ক্করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।