
তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাটে উদ্যাপিত হয়ে গেলো জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫।
দিবসটি উপলক্ষ্যে রবিবার -৬ এপ্রিল- সকালে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি জেলা ক্রীড়া সংস্থা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা শহরের মিশন মোড় হয়ে কালেক্টরেট মাঠে গিয়ে শেষ হয়।
সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ক্রীড়া ক্ষেত্রে লালমনিরহাট জেলাকে কীভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়টিকে গুরুত্ব সহকারে নেয়ার আহ্বান জানান।
র্যালিতে ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও লালমনিরহাট জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও যুব উন্নয়নের উপপরিচালক আব্দুস সামাদ সিকদারসহ জেলার সাবেক ও বর্তমান খেলোয়াড়রা।