
তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাটে আন্তর্জাতিক নৃত্য দিবস উদ্যাপন উপলক্ষ্যে ‘মুক্ত সুরের ছন্দ” শীর্ষক বিশেষ নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার -২৯ এপ্রিল- সন্ধ্যা ৭টায় লালমনিরহাট জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা পরিষদ মিলনায়তনে -পুরাতন- এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি, লালমনিরহাট।
আজিজুল হক মোল্লা বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার।
এই সময় উপস্থিত ছিলেন নৃত্য শিক্ষক আজাদ রহমান, কালচারাল অফিসার, নৃত্য শিল্পীবৃন্দ, সাংস্কৃতিক কর্মীবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।