
তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
একটাই লক্ষ্য , হতে হবে দক্ষ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অভিভাবক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে TVET- সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান এবং ভর্তির হার বৃদ্ধির লক্ষ্যে লালমনিরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে আউটরিচ ক্যাম্পেইনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার – ৭ মে- সকাল ৯টায় কলেজ প্রাঙ্গণে ইন্সট্রাক্টর- গণিত -খাঁন মো. মাসুম বিল্লার উপস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. ইসরাইল হোসেন।
আয়োজকরা জানান, আউটরিচ ক্যাম্পেইনিং প্রোগ্রামটি ওয়ার্ল্ড ব্যাংক এর সহযোগিতায় ও ASSET Project, কারিগরি শিক্ষা অধিদপ্তর,কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এর অর্থায়নে পরিচালিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্সট্রাক্টর- ইংরেজি- মো. রফিকুল ইসলাম, ইন্সট্রাক্টর- গণিত- মো. আব্দুল মান্নান, ইন্সট্রাক্টর- ইলেক্ট্রিক্যাল- মো. শহিদুল ইসলাম, ইন্সট্রাক্টর- ফার্ম মেশিনারি- এবিএম বদরুদ্দোজা, ইন্সট্রাক্টর- সিভিল-ও ফোকাল পার্সন IDG- ASSET Project- এএসএম শামীম এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ স্থানীয় সাধারণ ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষ হলে সমাজের সর্বস্তরের মানুষকে ASSET প্রোজেক্ট সম্পর্কিত বিভিন্ন বিষয় পালাগানের মাধ্যমে উপস্থাপন করেন উপেন্দ্রনাথ রায় ও তার নাট্যদল। এছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।