
তৌহিদুল ইসলাম চঞ্চল,বিশেষ প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রামে উপজেলার জোংড়া ইউপি’র ধবলগুড়ি এলাকায় সেবু নামে এক ব্যক্তির সুপারি বাগান থেকে আবেদ আলীর -৫৯- মৃতদেহ উদ্ধার করেছ পাটগ্রাম থানা পুলিশ।
এলাকাবাসী ধারণা, পুরাতন ও দুর্বল সুপারি গাছে চড়ে সুপারি চুরি করতে গাছ ভেঙে তিনি নীচে পড়ে মারা গেছেন আবেদ।
রবিবার-১১ মে- সন্ধ্যায় মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার ।
নিহত আবেদ আলী ধবলগুড়ি এলাকার মৃত ছমর উদ্দিনের ছেলে।
সূত্রমতে জানা যায়, সাত নম্বর ওয়ার্ডের ধবলগুড়ি এলাকায় জনতার বাজারের পাশে এরশাদ হোসেন সেবু নামে এক ব্যক্তির সুপারির বাগান রয়েছে। রবিবার সকালে তার বাগানের পাশের একটি ভুট্টাক্ষেতে কাজ করতে আসা শ্রমিকরা আবেদের মৃতদেহ দেখতে পান। তার নিথর দেহের পাশে একটি সুপারি গাছ ভেঙে পড়েছিল। খবর পাওয়ার পর পুলিশ এসে ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নাম প্রকাশ না করে এলাকার কয়েকজন ব্যক্তি জানান, আবেদ আলী দীর্ঘদিন ধরে ওই এলাকায় চুরি করতেন। এর আগেও কয়েকবার গ্রাম্য সালিশের মাধ্যমে তার বিচার করা হয়।
নিহতের স্বজনরা জানান, তিনি বিভিন্ন কাজ করতেন। শনিবার রাতে তার মোবাইলে ইস্য়ালামিক ওয়াজ শোনার পর তিনি রাত ৩ টার দিকে ঘর থেকে বের হন। তারপর আর ফিরে আসেননি তিনি।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ –ওসি- আশরাফুজ্জামান সরকার বলেন, ” তদন্তের পর বিস্তারিত জানানো যাবে। ময়নাতদন্তের জন্য লাশ লালমনিরহাটে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।“