
তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাট সদর থানাযর চাঞ্চল্যকর একটি ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার এজাহারনামীয় আসামি মো. রুবেলকে -২৫- ঢাকার আশুলিয়া থানার ভাদাইল এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
শুক্রবার -২৫ এপ্রিল- একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান র্যাব -১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব জানায়, মামলার বাদী ও ভুক্তভোগী এজাহারে উল্লেখ করেন আসামি রুবেল তার অশ্লীল ছবি ধারণ করে তা ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন । এই ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা দায়ের করেন।
ঘটনাটি লালমনিরহাটে চাঞ্চল্যের সৃষ্টি করে ও জাতীয় সংবাদমাধ্যমে ঘটনাটি প্রকাশিত হওয়ায় তা র্যাবের নজরে আসে । পরে র্যাব -১৩, সিপিএসসি-রংপুর ও র্যাব -৪, সিপিসি-২- সাভার যৌথভাবে আসামিকে ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু করে। ফলশ্রুতিতে ঢাকা জেলার আশুলিয়ায় আসামি অবস্থান করছেন বলে নিশ্চিত হয় র্যাব । এরপর গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫:৪০ মিনিটে র্যাব -১৩ ও র্যাব -৪ এর যৌথ অভিযানে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে আসামি রুবেলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব ।