
চঞ্চল,
লালমনিরহাট: জেলার আদিতমারী উপজেলায় বাড়ির চালের টিন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যামিনী কান্ত রায় (৪০) নামে এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ভেলাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আরও তিনজন।
নিহত যামিনী কান্ত রায় সারপুকুর ইউনিয়নের সবদল গ্রামের বাসিন্দা মৃত হেদাল চন্দ্র রায়ের ছেলে। আহতরা হলেন জগদীশ (৩০), রাশেদ (৩৫) ও সুজন (৩৬)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভেলাবাড়ী গ্রামের মহর উদ্দিনের বাড়িতে ঘর মেরামতের কাজ করছিলেন যামিনী কান্ত ও তার সহকারীরা। পুরাতন টিন খোলার এক পর্যায়ে একটি টিন বিদ্যুতের তারে লেগে গেলে যামিনী কান্ত রায় বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় সহকর্মী যামিনীকে উদ্ধার করতে গিয়ে বাকি তিনজনও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর ঘটনাটি নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”