
লক্ষীপুর জেলা প্রতিনিধি:
লক্ষীপুরের রামগঞ্জে রামগঞ্জের পথে নামক একটি সামাজিক সংগঠনের মাদকবিরোধী ব্যতিক্রমী উদ্যোগে জেলা ব্যাপী প্রশংসায় ভাসছে। উপজেলা ব্যাপী মাদককে নিরুৎসাহিত করা,নারী শিক্ষা প্রসার,ইভটিজিং প্রতিরোধ ও সন্তানদের নৈতিক শিক্ষা দেওয়ায় সহ নানা পদক্ষেপে সচেতনতা বৃদ্ধি করতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে এই সংগঠনটি।আর উদ্যোগ গ্রহন করেছেন স্মার্ট টেকনোলজির এমডি ও বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম। রামগঞ্জের পথে-চলো হাটিঁ জাগাই বিবেক স্লোগানে বৃহস্পতিবার ও আজ শুক্রবার সকাল থেকে দিন ব্যাপী পৌর উপজেলার বিভিন্ন এলাকায় পায়ে হেটে বিভিন্ন সড়ক,মেঠো সড়ক, পুকুর পাড়,বাশঁঝাড় দিয়ে মানুষের বসতঘরে গিয়ে হ্যান্ডবিল বিতরন করে। এ ছাড়াও সোনাপুর,পুর্ব সোনাপুর,মধ্য সোনাপুর প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষক ও শিশু শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরন করে। এসময় রামগঞ্জ পৌর বিএনপির সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ,সাঙগঠনিক সম্পাদক ইকবাল চৌধুরীসহ পৌরসভা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড বিএনপি,যুবদল,ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী, ব্যবসায়ী,সাংবাদিক, ডাক্তারসহ বিভিন্ন পেশাজীবির লোকজন অংশগ্রহন করে। পায়ে হেঁটে মানুষের দুঃখ-কস্ট শুনার পাশাপাশি সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে আটিয়া বাড়িতে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন চলুন হাঁটি জাগাই বিবেক “রামগঞ্জের পথে” নির্দলীয় একটি সমাজ সচেতনতামূলক কর্মসূচী। সবাই ঐক্যবদ্ধ হলে আমরা সমাজ থেকে সকল অবিচার,অবক্ষয় দুর করা সম্ভাব হবে। এলাকাতে মাদকসেবককারী ও ব্যবসায়ী থাকলে পুলিশ কে জানান,। পুলিশকে জানাতে না পারলে আমাদের জানান। আমরা প্রশাসনের সংশ্লিষ্টদের মাধ্যমে ব্যবস্থা নিবো।






















