
মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুচলেকা দেওয়ার পরও ১২০ পুড়িয়া গাজা ও ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আলম মিয়া (৩০) ও বাবু মিয়া নামে দুই মাদক ব্যবসায়ীকে আটকের পর পুলিশে সোপর্দ্য করেছে এলাকাবাসী। এসময় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে একটি রামদা উদ্ধার করে এলাকাবাসী। গত সোমবার রাতে উপজেলার মৈকুলী এলাকা থেকে তাদের আটক করা হয়। এর আগে, গত শনিবার সকালে এলাকাবাসীর উপস্থিতিতে মাদক ব্যবসায়ী আলম মিয়াসহ ৭ মাদক ব্যবসায়ী মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার অঙ্গীকার করে মুচলেকা দেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, স্থানীয়রা দুই মাদক ব্যবসায়ীকে ১২০ পুড়িয়া গাজা ও ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ্য করে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।