
নাঈম ভূঁইয়া, নরসিংদী রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে সেনাবাহিনীর নেতৃত্বে জেলা প্রশাসন নরসিংদী ও পুলিশের যৌথ কম্বিং অপারেশনে বিপুল পরিমাণ অ/বৈধ অ/স্ত্র ও গো/লাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সময় শ্রীনগর ইউনিয়নের শীর্ষ স/ন্ত্রাসী জালাল এবং পাড়াতলী ইউনিয়নের ইকবাল নামের দুইজনকে আটক করা হয়েছে।
আজ বুধবার, ৭ জানুয়ারি ২০২৬ তারিখে রায়পুরা উপজেলার শ্রীনগর, পাড়াতলী ও বাঁশগাড়ি ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে এ অভিযান পরিচালনা করা হয়। নরসিংদী সেনাবাহিনী ক্যাম্পের সিইউ-এর নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুল সংখ্যক সেনাসদস্য অভিযানে অংশ নেন। অভিযানে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাসুদ রানার সার্বিক সহযোগিতায় জেলা পুলিশ নরসিংদী যৌথভাবে অংশগ্রহণ করে।
অভিযান চলাকালে শ্রীনগর ইউনিয়ন থেকে অ/স্ত্রসহ শীর্ষ স/ন্ত্রাসী জালালকে আটক করা হয়। একই সময়ে পাড়াতলী ইউনিয়ন থেকে ইকবাল নামের আরেক স/ন্ত্রাসীকে আটক করা হয়। এছাড়া বাঁশগাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ অ/বৈধ অ/স্ত্র, গো/লাবারুদ এবং একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, উদ্ধারকৃত অ/স্ত্র ও গোলাবারুদ যাচাই-বাছাই করা হচ্ছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সেনাবাহিনীর নেতৃত্বে এ ধরনের কম্বিং অপারেশন ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে চরাঞ্চলের এসব এলাকায় স/ন্ত্রাসীদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিল। সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তারা বলেন, “এতদিন আমরা ভয়ে মুখ খুলতে পারিনি। আজ আমরা অনেকটাই নিরাপদ অনুভব করছি।”
এলাকাবাসী নিয়মিত এমন অভিযান অব্যাহত রাখার জন্য সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, যৌথ বাহিনীর এ অভিযানের ফলে চরাঞ্চলের চি/হ্নিত স/ন্ত্রাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।

























