
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি উন্নতমানের সিলিং ফ্যান বিতরণ করেছেন স্মার্ট গ্রুপের এমডি মোহাম্মদ জহিরুল ইসলাম।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার উপস্থিতিতে ফ্যানগুলো হস্তান্তর করেন, স্মার্ট গ্রুপের রামগঞ্জ শাখার দায়িত্বরত কর্মকর্তা জুনায়ের আলম।
জুনায়ের আলম জানান, আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারি রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেশ কিছু সিলিং ফ্যান নষ্ট হয়ে আছে। ফলে সেবা প্রত্যাশীরা তীব্র গরমে কষ্ট পাচ্ছেন।
বিষয়টি জানতে পেরে স্মার্ট গ্রুপের এমডি জহিরুল ইসলাম প্রথম পর্যায়ে ১০টি উন্নতমানের সিলিং ফ্যান উপহার দিয়েছেন হসপিটাল কর্তৃপক্ষের নিকট। পরবর্তীতে হসপিটালের বিভিন্ন সমস্যা নিরসনে কাজ করবেন তিনি।
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন জানান, এটা নিঃসন্দেহে একটি ভালো কাজ। আমরা চাই এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকুক।