
মোহাম্মদ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে আরাফাত রহমান কোকো ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ বৃহস্পতিবার ( ৮ ডিসেম্বর) বিকালে উপজেলার ৯ নং ভোলাকোট ইউনিয়নের আথাকরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে স্মরণ করে এলাকাবাসী এই টুর্নামেন্টের আয়োজন করে।
খেলায় এস এইচ টি সি একাদশ সুমন একাদশকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুর রহিম মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন,বিশিষ্ট ব্যবসায়ী রামগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মোজাম্মেল হক মজু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, মোঃ মনোয়ার হোসেন( জি এস মনোয়ার)বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল বাসার সতু,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বি এস সি, ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আবুল খায়ের মুখছুদি,ইউনিয়ন বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা রতন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইসমাইল হোসেন,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হান্নান লাভলু সহ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মোজাম্মেল হক মজু বলেন খেলাধুলা যুব সমাজকে বিপথগামী থেকে ফিরিয়ে আনে। সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে খেলাধুলার বিকল্প নাই, তাই প্রতিটি এলাকায় বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা প্রয়োজন।

























