
চঞ্চল, বিশেষ প্রতিনিধি
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব-১৩ এর বিশেষ অভিযানে লালমনিরহাটের মাদক কারবারি মো. ওয়াহেদ আলী রংপুর থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হয়েছেন।
শনিবার “২২ মার্চ” এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক “মিডিয়া” ও অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান।
গ্রেপ্তারকৃত মো. ওয়াহেদ আলী -২৮- লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দই খাওয়া এলাকার মো. মোজাফ্ফর আলির ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে র্যাব-১৩, সিপিসি, রংপুরের একটি অভিযানিক দল রংপুর কোতয়ালী থানার হরিদেবপুর ইউনিয়নে অবস্থিত পশ্চিম কিসসামত খলেয়া এলাকায় অভিযান পরিচালনা করে । সে সময় ১শ বোতল ফেনসিডিলসহ ওয়াহেদকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ওয়াহেদ দীর্ঘদিন ধরে রংপুরসহ দেশের বিভিন্ন জায়গায় মাদক ব্যবসা করছেন
অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।