দৈনিক আজকের বাংলা ডেস্ক।।
মার্কিন রিপোর্ট -অস্ত্রোপচারের পর অত্যন্ত সঙ্কটজনক কিম জং উন!
হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর কিম জং উনের শারীরিক পরিস্থিতি নাকি এখন অত্যন্ত সঙ্কটজনক। এমনটাই দাবি করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম ।
উত্তর কোরিয়ার শাসক কিম জং উন হৃদরোগে আক্রান্ত হয়েছে বলে জানা যায়। এ বার তাঁর অস্ত্রোপচার ও তার পরবর্তী শারীরিক পরিস্থিতির খবর ঘিরে চাঞ্চল্য ছড়ায়।
হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর কিম জং উনের শারীরিক পরিস্থিতি নাকি এখন অত্যন্ত সঙ্কটজনক! অন্তত এমনটাই দাবি করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম ।
এই খবর সামনে আসার পর দক্ষিণ কোরিয়ার ওয়েবসাইট ডেইলি এনকে (Daily NK) কিম জং উনের অসুস্থতার খবর স্বীকার করে জানিয়েছে, কিম অসুস্থ হলেও তাঁর শারীরিক অবস্থা যে অত্যন্ত সঙ্কটজনক, এমন খবর তাঁদের কাছে নেই।
- সূত্র: CNN