কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ৬শ ৩৮ লিটার অকটেনসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-১৫’ সদস্যরা। যার বাজারমূল্য ৮৪ হাজার টাকা। পাচারের অভিযোগে তিন ব্যক্তির কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে
টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তার সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। র্যাব-১৫’র সংবাদে মঙ্গলবার-২৩ জানুয়ারি-এ তথ্য জানা গেছে।
গ্রেফতারকৃত চোরাকারবারীরা হলো টেকনাফ সদরের হাবির ছড়ার মৌলভী আব্দুর রহমান’র পুত্র হাবিবুর রহমান-২২-দক্ষিণ লেংগুরবিল’র আবুল কালাম পুত্র নুর হোসেন-৪০-ও টেকনাফ পৌরসভা, নাইট্যংপাড়ার মীর মোহাম্মদ’র পুত্র জাফর আলম-২২-। সবাই কক্সবাজার জেলার বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তারা মায়ানমারে পাচারের সাথে জড়িত বলে স্বীকার করেন।
টেকনাফ সদর মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।