
চঞ্চল,
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) মাদক বিরোধী অভিযানে তাদের তৎপরতা আরও জোরদার করেছে। তারই অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ টহল অভিযানে বিপুল সংখ্যক ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা সম্ভব হয়েছে।
এই সফল অভিযানের তথ্য শনিবার (১৩ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি।
বিজিবি প্রদত্ত তথ্যমতে, ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর প্রায় ১২টা ৫০ মিনিটে। রামখানা বিওপি’র আওতাধীন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ত্রিমোহোনী এলাকায় বিজিবি’র টহলদল মাদক পাচারের সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। ওই সময়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা মোঃ মইজ উদ্দিন (৩৫)-কে থামতে বলা হলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার সিজার মূল্য ১ লক্ষ ৮ হাজার টাকা।
উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট ও আটক যুবকের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদক আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি মন্তব্য করেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।” তিনি সীমান্ত এলাকার জনগণের প্রতি মাদক পাচার রোধে সর্বাত্মক সহযোগিতা করার অনুরোধ জানান।

























