
তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাগেশ্বরীর বল্লভের খাষ ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক নিহত হয়েছেন।
মঙ্গলবার ভূরুঙ্গামারী থেকে কুড়িগ্রামগামী সড়কের দেওয়ানের খামার এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
ভূরুঙ্গামারী থানার ওসি মো. আল হেলাল মাহামুদ ও রংপুরের ডক্টরস ক্লিনিকে অবস্থানরত নিহত আব্দুর রাজ্জাকের ভাগিনা দুলাল মিয়া ইউপি চেয়ারম্যান রাজ্জাকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ইউপি চেয়ারম্যানের অকাল মৃত্যুতে বল্লভের খাষ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী থেকে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের “ঢাকা মেট্রো–ট ১২-০৮৩৫” সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর ডক্টরস ক্লিনিকে ভর্তি করানো হয়। পরে সন্ধ্যা আনুমানিক ৭:৩০ মিনিটে তিনি মারা যান।
ওসি মো. আল হেলাল মাহামুদ জানান, দুর্ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়। তবে ঘাতক ট্রাকটি আটক করে থানায় রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।