
আঃ হামিদ (মধুপুর) টাঙ্গাইল প্রতিনিধি:
সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার ( ১লা নভেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ হলরুমে ৫৪ তম সমবায় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। মধুপুর উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দদের আয়োজনে সুন্দর পরিবেশে সমবায় দিবস উদযাপন করা হয়।মধুপুর উপজেলা সমবায় অফিসার মোঃ নাজমুল হাসান এর সভাপতিত্বে দিনটিতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, ,র-্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মধুপর উপজেলা সমবায়ের আওতাধীন সমবায়ের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সদস্যবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত গড়ে তুলেন। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে মধুপুরের মাটি ও মানুষের কথা তুলে ধরে মধুপুরের ঐতিহ্য নষ্ট না করার ইংগিত প্রদান করেন। সভাপতি তার বক্তব্যে সকল সমবায়কে সঠিক নিয়মে কার্যক্রম পরিচালনার আহবান করে সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপনি ঘোষণা করেন।























