আঃ হামিদ (মধুপুর) টাঙ্গাইল প্রতিনিধি:
সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার ( ১লা নভেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ হলরুমে ৫৪ তম সমবায় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। মধুপুর উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দদের আয়োজনে সুন্দর পরিবেশে সমবায় দিবস উদযাপন করা হয়।মধুপুর উপজেলা সমবায় অফিসার মোঃ নাজমুল হাসান এর সভাপতিত্বে দিনটিতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, ,র-্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মধুপর উপজেলা সমবায়ের আওতাধীন সমবায়ের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সদস্যবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত গড়ে তুলেন। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে মধুপুরের মাটি ও মানুষের কথা তুলে ধরে মধুপুরের ঐতিহ্য নষ্ট না করার ইংগিত প্রদান করেন। সভাপতি তার বক্তব্যে সকল সমবায়কে সঠিক নিয়মে কার্যক্রম পরিচালনার আহবান করে সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপনি ঘোষণা করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮