
আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে ভোটারদের গণভোট সম্পর্কে উদ্বুদ্ধ ও সচেতন করতে উপজেলার প্রতিটি ইউনিয়নের গ্রাম পর্যায়ে জনগনের কাছে পৌঁছে প্রচারণা চালাচ্ছেন টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার(৮জানুয়ারি) বিকেলে উপজেলার অরণখোলা ও আউশনারা, মহিষমারা, ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগীতায় এ প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রচারণা অনুষ্ঠানে গণভোটের উদ্দেশ্য, পদ্ধতি ও ভোটারদের দায়িত্ব নিয়ে নানাধিক তুলে ধরে বক্তব্য দেন,মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো: জুবায়ের হোসেন ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা হোসাইন। এসময় ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যান, সচিব, ও সদস্য গন সহ এলাকার গণ্য মান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।
এ ছাড়া গণভোট বিষয়ে তৈরি তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে সাধারণ ভোটারদের সহজভাবে বিষয়টি তুলে ধরা হয়। প্রচারণার সময় গণভোট সর্ম্পকিত লিফলেট বিতরণ করা হয়। আলোচনা অনুষ্ঠানে অংশ নেওয়া সাধারণ ভোটাররা গণভোট সম্পর্কে নানাবিধ প্রশ্ন করেন এবং কর্মসূচীতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিলক্ষিত হয়।

























