হোসাইন রুবেল ভোলা ॥
ভোলার দৌলতখানে মোঃ আব্দুল সাত্তার (৬০) নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নবিউল্লাহ হাওলাদার বাড়ির সুপারি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়। নিহত আব্দুল সাত্তার ওই ওয়ার্ডের ইউপি সদস্য হাবিব উল্লাহর ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোঃ আব্দুল সাত্তার কয়েক দিন ধরে তার বাগানের সুপারি চুরি হওয়ার আশঙ্কায় বাগানেই রাত্রি যাপন করেন। গতকাল রাতে ওই বৃদ্ধকে দুর্বৃত্তরা গলাকেটে হত্যা করে ওই বাগানেই ফেলে যান। সকালে স্থানীয়রা তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাঁর মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে তার গলাকাটা হয়েছে। তবে কী কারণে এই হত্যাকা- সেটা বের করতে তদন্ত চলছে বলে জানান তিনি।