
মোঃ জাকারিয়া হোসেন, ভূরুঙ্গামারী প্রতিনিধি
কুড়িগ্রামের ভুূরুঙ্গামারীতে শ্রমিক লীগের সহ-সভাপতি আলমগীর হোসেন (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১ জুন) রাতে ভুরুঙ্গামারী বাসস্টান্ড থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আলমগীর হোসেন উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের মৃত বাবর আলীর পুত্র।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্র জনতার উপর হামলার ঘটনায় রুজু মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২ জুন) তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে