
অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
আজ শারদীয় দুর্গা পূজার বিজয়া দশমী।
দশমী বিহিত পূজা শেষে দর্পন ও বিসর্জন আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। দেবী দুর্গা কে বিদায় দিতে সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে মন্দিরে ভক্তদের মনে বাজে বিদায়ে সুর। বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মের সবচেয়ে বড় শারদীয় দুর্গা উৎসবের আনুষ্ঠানিকতা শেষ।
মন্দিরে মন্দিরে মহিলারা সিঁদুর খেলায় মেতে উঠেছে। মা দুর্গা আবার আসবে এক বছর পর। বিজয়ের আনন্দে অসুর রাবন দহনের উদযাপনে বিজয়ের দিন। দেবীকে মিষ্টিমুখে
কৈলাসে ফিরিয়ে দেওয়া হয়।
বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো পাঁচদিন ব্যাপী সার্বজনীন দুর্গোৎসব। শাস্ত্রমতে, এ বছর দেবী দুর্গা মর্ত্যে এসেছেন ঘোড়ায় চড়ে,
কৈলাসে ফিরবেনও ঘোড়ায় চড়ে। দেবী দুর্গার কাছে ভক্তরা জগতের কল্যান কামনা করেন।
উৎপল রক্ষিত জানান, রঘুনাথপুর দশমীর মেলায় বিভিন্ন ধরনের দোকান বসেছে। রঘুনাথপুর দশমীর মেলা থেকে কোন টাকা তোলা হয় না। আজও ঐতিহ্য রক্ষা করে চলছে করে চলছে রঘুনাথপুর বিজয়া দশমীর মেলা।
বিজয়া দশমী উপলক্ষে রঘুনাথপুর মেলা হয়ে উঠেছে সম্প্রীতির বন্ধন। সকল ধর্মের মানুষের উপস্থিতে দশমী মেলা হয়ে উঠেছে উৎসবমুখর। হাজার বছরের বাঙালির হিন্দু – মুসলমানের মনে অসাম্প্রদায়িক চেতনা এখনও আছে রঘুনাথপুর বিজয়া দশমীর মেলায় আসলে দেখতে পাওয়া যায়। এলাকার মানুষের কাছে এ অন্য রকম অনুভূতি।