দৈনিক আজকের বাংলা ডেস্ক।।
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ -গানের রচয়িতা, বিশিষ্ট লেখক, কলামিস্ট ও সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরীর কন্যা বিনীতা চৌধুরীর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
আজ এক শোকবার্তায় মন্ত্রী প্রয়াত বিনীতা চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় খাদ্যমন্ত্রী বলেন, বিনীতা চৌধুরী ছিলেন তাঁর পিতার মতোই অত্যন্ত বিনয়ী, মিষ্টভাষী এবং বন্ধুবৎসল। তিনি সিনিয়র ফিনান্সিয়াল কনসালটেন্ট হিসেবে কাজ করার পাশাপাশি বদ্ধৃ পিতার সার্বক্ষণিক দেখভাল ও সেবাযত্নে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। উল্লেখ্য, যুক্তরাজ্যে বসবাসরত বিনীতা চৌধুরী ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বুধবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় বিকাল ৪টায় লন্ডনের ইউসিএল ইউনিভার্সিটি হাসপাতালে তিনি মারা যান। আব্দুল গাফফার চৌধুরীর ৪ মেয়ে ও ১ ছেলের মধ্যে বিনীতা সবার ছোট ছিলেন।