
তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অবস্থিত বুড়ির বাজার সংলগ্ন এলাকায় কিছু ফুটপাতের দোকান ভাঙচুর ও ট্রাকে করে মাটি এনে দোকানের সামনে ফেলে একটি দোকান ঘর দখল করার চেষ্টার অভিযোগ উঠেছে ভাদাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইবনে হাবিব কাসুরী চঞ্চলের বিরুদ্ধে।
সোমবার “১৭ মার্চ” এ নিয়ে নিজেরা ভীতসন্ত্রস্ত ও আতঙ্কিত বলে মন্তব্য করেন ফুটপাতের কিছু দোকানদার।
অন্যদিকে গত ১৬ মার্চ “রবিবার” বিকেলে বুড়িরবাজার ঈদগাহ মাঠের পাশে ঘটা ওই ঘটনা উল্লেখ করে ভুক্তভোগী মোছা. হাজেরা বেগম -৫৩- আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে বলা হয়, ভুক্তভোগী হাজেরার স্বামী মো. মোফাজ্জল হোসেন ঈদগাহ মাঠ কমিটির অনুমতি সাপেক্ষে দীর্ঘ প্রায় ১০ বছর যাবত দোকান ঘর ভাড়া নিয়ে নিজ ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু অতি সম্প্রতি বিএনপি নেতা চঞ্চল তার স্বামীর দোকান ঘরটি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন।
গত শনিবার ওই বিএনপি নেতা তার সহযোগীদের সাথে নিয়ে দোকান ঘরটির সামনে টিনের বেড়া দেওয়ার চেষ্টা করায় হাজেরা বেগম বাঁধা দেন। সে সময় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। ঘটনার এক পর্যায়ে ওই বিএনপি নেতা হাজেরাকে মারধর করার উদ্দেশ্যে তেড়ে আসেন। তবে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
অভিযোগটিতে আরও বলা হয়, অভিযুক্ত চঞ্চল ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি লোকজনসহ দোকান দখলের চেষ্টা করেন। এছাড়াও দোকান ভাঙচুর করার ও অগ্নিসংযোগের হুমকি দেন।
বুড়ির বাজার এলাকার ফুটপাতের কয়েকজন দোকানদার জানান, শনিবার বিকেলে ওই বিএনপি নেতা ঈদগাহ মাঠের পাশের ৭-৮টি দোকানের টিনের চালা ভাঙচুর করেন। তারা কয়েক যুগ থেকে একই স্থানে ব্যবসা করে আসছেন। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পর ওই বিএনপি নেতা ক্ষমতার দাপট দেখিয়ে দখল চেষ্টা করায় তারা আতঙ্কিত।
ওই এলাকায় দীর্ঘদিন যাবত মুচির কাজ করেন বৃদ্ধ জগদীষ চন্দ্র। তিনি বলেন, “১৮ থেকে ২০ বছর ধরে এই কাজ করছি কোন সমস্যা হয়নি। কিন্তু গত শনিবার বিকেলে আমার দোকানের চালা ভেঙে ফেলেছে তারা। এই বয়সে আমি এখন কি করে জীবিকা নির্বাহ করবো তা ভেবে কুল কিনারা পাচ্ছি না।“
এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
মতামত জানতে বিএনপির ওই নেতার মুঠোফোনে কয়েকবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ “ওসি” আলী আকবর বলেন, “আমরা অভিযোগ পেয়েছি, তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”