
তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
”আ.লীগ সরকারের আমলে আমাদের নেতাকর্মীদের নামে যত মামলা হয়েছে এখন এটা প্রমাণিত হয়েছে যে সব গায়েবি ও ভুয়া মামলা ছিল।” বলেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
সোমবার -১২ মে- দুপুরে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত, লালমনিরহাটের বিচারক আদিব আলি একটি মামলায় তাকেসহ বিএনপির ৭৫ জন নেতাকর্মীকে বেকসুর খালাস প্রদান করার পর সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় একথা বলেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ।
জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু আরও বলেন, “কোন ফ্যাসিবাদী সরকার মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখতে কখনও পারেনি, ভবিষ্যতেও পারবে না।“
জানা যায়,বিগত ২০১৬ সালে আ. লীগ সরকারকে অপসারণ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শিমুলতলা এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক খুঁটি গেড়ে অবরোধ কর্মসূচি পালন করেন বিএনপির নেতাকর্মীরা। এই অভিযোগে তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রপক্ষ বাদী হয়ে আসাদুল হাবিব দুলুকে প্রধান আসামি করে বিএনপির ৭৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে- দ্রুত বিচার আইন- নাশকতার মামলা করে। ৯-নয়- বছর আগের এই মামলায় আজ লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষ কোন প্রমাণ দিতে না পারায় বেকসুর খালাস পান তারা।