
চট্টগ্রাম ব্যুরো:
প্রথম আলো, ডেইলি স্টার এ আগুন দেয়া ও নিউ এইজ সম্পাদক নুরুল কবিরের উপর হামলার নিন্দা জানিয়েছে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম।
ফোরাম সভাপতি কাজী আবুল মনসুর এক বিবৃতিতে বলেন, গণমাধ্যমের উপর হামলা মানে রাস্ট্রের উপর আঘাত। সংবাদপত্রকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়।
প্রথম আলো ও ডেইলি স্টারে আগুন লাগানোর ঘটনা কোনভাবে কাম্য নয় উল্লেখ করে তিনি বলেন, এসব করে গণমাধ্যমকে থামানো যায় না, বরং দেশ ও জাতির ক্ষতি হয়। দেশের স্থিতিশীলতা নষ্ট হয়। তিনি এ ঘটনাকে গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
























