
তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি “সিএসআইডি”, লালমনিরহাটের আয়োজনে সিএসপিবি প্রজেক্টের সমাজকর্মীদের প্রতিবন্ধী শিশুদের সক্ষমতা বৃদ্ধি এবং সুরক্ষা বিষয়ে দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ “সোমবার” ও ১৮ মার্চ “মঙ্গলবার” সদর উপজেলার হাড়িভাঙ্গা এলাকায় অবস্থিত এনজিও মাটির মায়া’র মতিয়ার স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ওই প্রশিক্ষণটি পরিচালনা করেন সিএসআইডি’র প্রকল্প ব্যবস্থাপক বিপুল কুমার চক্রবর্তী এবং সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা মালা রানী।
সিএসআইডি জানায়, ইউরোপীয় ইউনিয়ন “ইইউ” ও ইউনিসেফ এর যৌথ সহযোগিতায় ইনক্লুসিভ চাইল্ড প্রোটেকশন সিস্টেম অ্যাট ন্যাশনাল এন্ড সাব-ন্যাশনাল লেভেলস টু প্রোটেক্ট চিলড্রেন উইথ ডিজঅ্যাবিলিটি প্রকল্পটির অধীনে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণের আলোচিত বিষয়গুলো হল- প্রতিবন্ধকতার সংজ্ঞা, ধরণ ও কারণ, প্রতিবন্ধী শিশুদের বৈশিষ্ট্য ও তাদের শনাক্ত করার পদ্ধতি, গর্ভাবস্থা থেকে পাঁচ বছর বয়সি শিশুর বিকাশের ক্ষেত্রে জীবন দক্ষতা, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, বেড়ে ওঠা ও ১ বছর পর্যন্ত শিশুদের আচরণ, উদ্দীপনা, শিশুদের অধিকার, প্রতিবন্ধী শিশুদের অধিকার, দুর্যোগের সময় নিজেদেরকে এবং প্রতিবন্ধী শিশুদেরকে রক্ষার কৌশল ও সম্ভাব্য করণীয়।
প্রশিক্ষণে সিএসপিবি প্রকল্পের মোট ২২ জন সমাজকর্মী অংশ নেন।
উল্লেখ্য, প্রশিক্ষণ শেষে মঙ্গলবার বিকেলে উপস্থিত প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা মাগুরা জেলায় ধর্ষণের শিকার ও নিহত আছিয়ার স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন।