মোঃ নুর উদ্দিন শেখ, পিরোজপুর প্রতিনিধি।।
পিরোজপুরে জিয়াদুল হক জিকু (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে পিরোজপুর শহরের কেন্দ্রীয় বড় মজসিদ মোড় এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাত সাড়ে এগারটার দিকে জিকুকে রক্তাক্ত জখম অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে পথচারীরা পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়।
পরে পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন । নিহত জিকু স্থানীয় মধু রাস্তা এলাকার জাহাঙ্গীরের ভাড়াটিয়া মোঃ দলিল উদ্দিনের ছেলে। পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আলী রেজা জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।