মিজানুর রহমান অপু,
পটুয়াখালী জেলা প্রতিনিধি।।
পটুয়াখালীতে নারী ও মেয়ে শিশুদের নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় স্বনির্ভর রোডস্থ পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে অনির্বান সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় নারী ও মেয়ে শিশুদের নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনির্বান সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সামসুন্নাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জালাল আহমেদ,শংকর লাল দাশ,জাকির মাহমুদ সেলিম,মুজাহিদুল ইসলাম প্রিন্স, জাকারিয়া হৃদয় প্রমুখ।
নারী ও মেয়ে শিশুদের অধিকার ও নিরাপত্তা বৃদ্ধিকরণ প্রকল্পের উদ্যোগে নারী ও মেয়ে শিশুদের প্রতি সহিংসতা এবং বাল্য বিবাহ বন্ধের ইস্যু নিয়ে সংবাদ কর্মীদের সাথে আলোচনা সভায় বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক জালাল আহমেদ,শংকর লাল দাশ,জাকির মাহমুদ সেলিম,জাকারিয়া হৃদয়।
বক্তারা তাদের বক্তব্যে নারী ও মেয়ে শিশুদের প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ বন্ধের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের জন্য আহবান জানান।