
তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
নীলফামারীর ডিমলা থানায় দায়েরকৃত চাঞ্চল্যকর একটি ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি মো. লেবু রহমানকে একই জেলার জলঢাকা উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব।
রবিবার-৬ এপ্রিল- দুপুরে আসামি লেবুকে গ্রেপ্তারের বিষয়টি একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন র্যাব -১৩ এর সিনিয়র সহকারী পরিচালক-মিডিয়া- ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
গ্রেপ্তার হওয়া মো. লেবু রহমান -৪০- ডিমলা উপজেলার সাতজান এলাকার নবাব উদ্দিনের ছেলে।
র্যাব -১৩ জানায়, গত ২৭ মার্চ রাত আনুমানিক ৮ টার দিকে ভুক্তভোগী নারী একটি পিকনিক শেষে বাড়ি ফিরছিলেন। সে সময় ডিমলা থানার তুহিন বাজার থেকে কাঁকড়া বাজারগামী পাঁকা রাস্তার উপর থেকে আসামি লেবু ভুক্তভোগীকে জোরপূর্বক অপহরণ করে। পরে তাকে একটি বাড়িতে নিয়ে গিয়ে হুমকি দেয় ও ভুক্তভোগীর ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ডিমলা থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনাটি ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলে তা র্যাব -১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের নজরে আসে। পরে গোয়েন্দা তথ্যের সহযোগিতা নিয়ে আসামিকে গ্রেপ্তারের তৎপরতা চালায় র্যাব।
এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নীলফামারী, র্যাব -১৩ এর একটি অভিযানিক দল শনিবার দুপুরে জলঢাকার বালাগ্রাম বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। সেই অভিযানে ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি লেবুকে গ্রেপ্তার করা হয়।
এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নীলফামারী, র্যাব -১৩ এর একটি অভিযানিক দল শনিবার দুপুরে জলঢাকার বালাগ্রাম বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। সেই অভিযানে ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি লেবুকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, আসামিকে নীলফামারী জেলার ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।