
চঞ্চল,
বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে আলোচনা সভা ও বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের মাধ্যমে একইসাথে সংগঠনটির রংপুর বিভাগীয় ১৩ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটিও গঠন করা হয়।
রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে (পুরাতন) অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং জেলা শাখার সভাপতি মোঃ আল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুকুজ্জামান ফারুক।
বক্তারা নির্মাণ শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দেন। তারা অবিলম্বে মিস্ত্রিদের ন্যূনতম মজুরি ৮০০ টাকা এবং সাধারণ লেবারদের জন্য ৬০০ টাকা নির্ধারণের জোর দাবি জানান।
প্রধান অতিথি আফজাল হোসেন শ্রমিকদের দেশের অর্থনীতির মেরুদণ্ড উল্লেখ করে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সভাপতি আল আমিন শ্রমিকদের স্বাস্থ্য বীমা, দুর্ঘটনায় ক্ষতিপূরণ, নিরাপদ বাসস্থান এবং সন্তানদের জন্য বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার দাবি পেশ করেন।
আলোচনা শেষে, গাইবান্ধা জেলার শাহ আলমকে আহ্বায়ক এবং লালমনিরহাট জেলার আল আমিনকে সদস্য সচিব করে ১৩ সদস্যের রংপুর বিভাগীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি শ্রমিকদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে। অনুষ্ঠান শেষে অসহায় শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

























