
এন.রহমান নয়ন,
২০৩০ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষে ব্যাপকহারে কুকুরের টিকাদান-এমডিভি (৩য় রাউন্ড) কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (১৩ ই জানুয়ারি) দুপুরে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা।
ডা. দীপন দেবনাথ এমওডিসির সঞ্চালনায় বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, পুলিশ উপপরিদর্শক মো. শরিফুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার প্রোগ্রাম অফিসার ডা. মো. কামরুজ্জামান, ফিল্ড মনিটরিং সুপারভাইজার রিয়াদ মোল্লা, শাওন রায়।
এসময় উপস্থিত ছিলেন- চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, দোহাজারী পৌরসভার বাজার পরিদর্শক শাখাওয়াত হোসাইন মিন্টু, স্যানেটারী ইন্সপেক্টর মাজেদা বেগম, পরিসংখ্যানবিদ আহসান হাবিব, স্বাস্থ্য পরিদর্শক তরুণ কুমার সরকার, সামশুল আলম চৌধুরী, এমটিইপিআই মো. আলী, সিমলা সেন, রুপশ্রী দাস সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ।
সভায় বক্তারা জলাতঙ্কের ভয়াবহতা তুলে ধরে বলেন, এটি একটি প্রাণঘাতী রোগ হলেও সময়মতো টিকাদানের মাধ্যমে সম্পূর্ণ প্রতিরোধযোগ্য। এ লক্ষ্যে আগামী ১৪ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ৫ দিনব্যাপী চন্দনাইশ উপজেলার দুই পৌরসভা ও আট ইউনিয়নে সকল পোষা ও বেওয়ারিশ কুকুরকে বিনামূল্যে জলাতঙ্ক প্রতিষেধক টিকা প্রদান করা হবে।
সফলভাবে কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।
























