পলাশ সাহা
দুর্গাপুর -নেত্রকোনা- প্রতিনিধি।।
নেত্রকোণার দুর্গাপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম রাসেল উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
শুক্রবার সন্ধ্যায় তিনি দুর্গাপুর সাংবাদিক সমিতির সাংবাদিকদের সাথে এ মতবিনিময় করেন। এসময় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এছাড়া মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এসময় নবাগত ওসি আরো বলেন,দুর্গাপুরবাসীকে নিজের সর্বোচ্চটুকু দিয়ে সেবা প্রদান করবো।
মতবিনিময়কালে আরো উপস্থিত ছিলেন দুর্গাপুর সার্কেলের এএসপি মো: আক্কাস আলী ও সিধলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: নুরুল আলম।
দুর্গাপুর সাংবাদিক সমিতির সদস্যগণের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার- সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা উজ্জ্বল,সহ সভাপতি মামুন রণবীর- সাধারণ সম্পাদক রাজেশ গৌড়- যুগ্ন সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া- সাংগঠনিক সম্পাদক পলাশ সাহা,প্রচার সম্পাদক হৃদয় হাসান চৌধুরী- দপ্তর সম্পাদক নূর আলম- সম্মানিত সদস্য ওয়ালী হাসান তালুকদার কলি- আরিফুর রহমান পাপন- সৈকত সরকার প্রমুখ।
রাশেদুল ইসলাম রাসেল ইতোপূর্বে নেত্রকোণার পূর্বধলা থানায় কর্মরত ছিলেন। জন্মসূত্রে তিনি জামালপুরের নাগরিক। পড়াশোনা করেছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে।