
দৈনিক আজকের বাংলা ডেস্ক:
কুমিল্লার দাউদকান্দিতে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় উপজেলায় নতুন করে ৬৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
সোমবার (৭ জুলাই) দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন রোগী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান জানান, সম্প্রতি ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। গত ৩ জুলাই দাউদকান্দি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সতানন্দি গ্রামের হুমায়ুন কবির ছলুর স্ত্রী রুমা আক্তার (৪৬) ঢাকার বনশ্রীর ফরাজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে ৩০ জুন দাউদকান্দি অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হলে ২ জুলাই তাকে ঢাকায় রেফার করা হয় এবং ৩ জুলাই তার মৃত্যু হয়। এ নিয়ে উপজেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাতজনে।