
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দলটা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেস কনফারেন্স আজ( ২৫ ডিসেম্বর) বুধবার দুপুর ১২ টায় দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রেস কনফারেন্সে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক মাহমুদুল আলম।তিনি জানান, আগামীকাল শুক্রবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান “”স্বর্ণালী শতক”” অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানটি সকাল ৮ টা হতে রাত ১০টা পর্যন্ত একটানা অনুষ্ঠিত হবে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। এ ছাড়াও উপস্থিত থাকবেন বিদ্যালয়টির প্রাক্তন ছাত্রছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রেস কনফারেন্সে আরো বক্তব্য প্রদান করেন,অ্যাসোসিয়েশনের সদস্যআবু হান্নান লাভলু, ওমর ফারুক শাকিল,আনোয়ার হোসেন, ফেরদৌস আহমেদ সাহেদ,একরাম হোসেন রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের সহ প্রমূখ।

























