
মোঃ আসিফুজ্জামান আসিফ,
ঢাকা-১৯ (সাভার–আশুলিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মো. আফজাল হোসাইন এবং বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. রেজাউল করিম।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা-১৯ আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তারা হলেন— জামায়াতে ইসলামী মনোনীত মাওলানা মো. আফজাল হোসাইন, বিএনপি মনোনীত ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, এলডিপির লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ফারুক খান, গণঅধিকার পরিষদের এডভোকেট শওকত হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির ইসরাফিল হোসেন সাভারী, মুসলিম লীগের কামরুল ইসলাম, জাতীয় পার্টির বাহাদুর ইসলাম ইমতিয়াজ, খেলাফত আন্দোলনের একেএম এনামুল হক ও স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক। এছাড়া এনসিপির পক্ষ থেকে দিলশান আলা নামে এক নারী প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
এদের মধ্যে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে বাতিল হওয়া প্রার্থীর নাম তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিম জানান, যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে আপিল করতে পারবেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে আরও জানা গেছে, ঢাকা-১৯ আসনে মোট ভোটার সংখ্যা ৯ লাখ ২৮ হাজার ৪২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৮৭ জন, নারী ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৩২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৬ জন।

























