
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সদর থানায় দায়ের করা একাধিক অপমৃত্যু (ইউডি) মামলার লাশের গুরুত্বপূর্ণ আলামত যথাযথভাবে সংরক্ষণ না করার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, থানার কম্পাউন্ডের ভেতরে মোটরসাইকেল রাখার জন্য নির্ধারিত একটি খোলা ঘরে এসব মামলার আলামত রাখা হচ্ছে, যা তদন্তের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সূত্রে জানা যায়, অপমৃত্যু মামলার লাশের জামা-কাপড়সহ গুরুত্বপূর্ণ আলামত খোলা ও অরক্ষিত স্থানে রাখার কারণে সেগুলো নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এতে করে হত্যা বা অন্যান্য অপরাধের গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট হয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
তাঁরা বলেন, মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে আলামত যথাযথভাবে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। আইন অনুযায়ী এসব আলামত সংরক্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।
এ বিষয়ে ঝালকাঠি জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আককাস সিকদার বলেন, ‘যেভাবে বাজারের ব্যাগে ইউডি মামলার লাশের জামা-কাপড় রাখা হয়েছে, এতে কাপড়ের রং পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে মামলার তদন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে।’
এ প্রসঙ্গে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরবর্তীতে তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে ক্ষুদে বার্তা পাঠানো হলেও তিনি তা দেখেও কোনো জবাব দেননি।
এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে এবং অপমৃত্যু মামলার আলামত সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, যাতে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হয়।
























