মেহেরপুর প্রতিনিধি।।
আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বেলা ১২ টার সময় মেহেরপুর সিভিল সার্জনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে জাতীয় ভিটামিন‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে কান্না অবস্থায় এবং জোরপূর্বক কোনো শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কোনভাবেই খাওয়ানো যাবেনা।
এতে ক্যাপসুলের গুনাগুন নষ্ট হতে পারে। শিশুরাও অসুস্থ্যতা বোধ করতে পারে। ০৬ থেকে ১১ মাস বয়সের শিশুদের মায়ের দুধের পাশাপাশি বাড়তি পুষ্টিকর খাবার খাওয়ানো যেতে পারে।
সেই সাথে ১২ থেকে ৫৯ মাস বয়সের শিশুদের ফলমুল ডিমসহ বিভিন্ন পুষ্ঠিকর খাবারের পাশাপাশি শাকসবজি খাওয়াতে হবে। তাহলে প্রতিটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। ঘটবে মেধার বিকাশ’।
সাংবাদিকদের সাথে এক ওরিয়েন্টেশন সভায় মেহেরপুর সিভিল সার্জন জওয়াহেরুল আনাম সিদ্দিকী এসব কথা বলেন।
অনুষ্ঠানে সিভিল সার্জন জওয়াহেরুল আনাম সিদ্দিকীর সভাপতিত্বে মুল বক্তব্য উপস্থাপন করেন মেডিকেল অফিসার ফয়সাল হারুন।
আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হয়ে চার দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে।
মেহেরপুর জেলার তিনটি উপজেলায় ০৬ থেকে ১১ মাস বয়সী ৮২৬১ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ৬১৮২১ জন শিশুকে লাল রঙয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।
সিভিল সার্জন অফিস আয়োজিত কর্মশালায় ইপিআই সুপার আব্দুস সালামসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রীক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।