
চঞ্চল,
জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ এর লালমনিরহাট জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
৩২ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটিতে মোঃ রাশেদুল ইসলাম সরকার (রাসেদ)-কে সভাপতি এবং মোঃ শাহিন ইসলাম-কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি: মোঃ নুরুন্নবী জুয়েল, সহ-সভাপতি: মোঃ রুবেল মিয়া, মোঃ সাইফুল ইসলাম সাফি, মোঃ আব্দুর রাজ্জাক আপেল, মোঃ সুরুজ জামান এবং মোঃ নুরুন্নবী রাকিব। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক: মোঃ মাহমুদুল হাসান। যুগ্ম-সাধারণ সম্পাদক: সোহেল রানা, মোঃ রবিউল ইসলাম খান লিঠু এবং মোঃ আনোয়ার। সাংগঠনিক সম্পাদক: মোঃ আবু হোরায়রা।দপ্তর সম্পাদক: মোঃ আলী হাশেমী রাফছান জানি, কোষাধ্যক্ষ: মোঃ সাজ্জাদ প্রামানিক মেহেদী।
এছাড়াও কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে মোঃ আখতারুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ ওয়াহিদুল নবী টুটুল এবং ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ আবুল কালাম (আসিফ)-সহ বিভিন্ন সম্পাদকীয় ও সদস্য পদে আরও বিশিষ্ট ব্যক্তিবর্গকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংগঠনের চেয়ারম্যান নাসিফ ওয়াহিদ ফাইজাল, মহাসচিব শফিকুল ইসলাম এবং প্রধান সমন্বয়ক ওয়াহিদ-উন-নবী এই কমিটির অনুমোদন প্রদান করেন।
নবনির্বাচিত এই কমিটি লালমনিরহাট জেলায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং দলীয় প্রচার ও সাইবার সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখবে বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন।

























