
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার দিবসের শুরুতে সুর্যোদয়ের সাথে সাথে তোপ ধ্বনির মধ্য দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে দিবসের সূচনা হয়। এতে বিন¤্র শ্রদ্ধায় শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন, জগন্নাথপুর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জগন্নাথপুর পৌরসভা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিদ্যুৎ বিভাগ, শিক্ষা অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমাÐ পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক সমিতি, মাহিমা রেস্টুরেন্ট সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় ও শহীদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা নিজাম উদ্দিন জালালী। শ্রদ্ধাঞ্জলি অর্পন অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা এলজিইডি অফিসের ধীরেন্দ্র সূত্রধর।
এ সময় জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাস, সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর, সাবেক মুক্তিযোদ্ধা কমাÐার আবদুল কাইয়ূম, মুক্তিযোদ্ধা আবদুল হক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার, উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা রাপ্রæচাই মারমা, উপজেলা একাডেমিক সুপার ভাইজার অরূপ কুমার রায়, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, পৌর সচিব সতীশ গোস্বামী, পৌর কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ডা.নয়ন রায়, সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সদস্য আলী জহুর, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহজাহান সিরাজী, মাহিমা রেস্টুরেন্টের পরিচালক মকবুল হোসেন ভূইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমাÐ নেতা ফকির আজিজ, উপজেলা সংবাদপত্র বিক্রেতা সমিতির সভাপতি নিকেশ বৈদ্য, হোটেল শ্রমিক লীগের সভাপতি অর্জুন রায় জীবন, সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক নিরঞ্জন কর, শংকর রায়, দুলন মিয়া, সাইদুল ইসলাম, নুর উদ্দিন, ক্ষিতিশ দাস, তোফাজ্জল হোসেন, আবুল হোসেন রানা, রুবেল দাস, আনফর মিয়া সহ সকল শ্রেণি-পেশার সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন।
এছাড়া দিন ব্যাপী রাজনৈতিক দল সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। সেই সাথে স্মৃতি বিজড়িত শ্রীরামসি ও রাণীগঞ্জ স্মৃতিস্তম্ভে পৃথক ভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিজয় মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেছে। মিছিলে প্রশাসন, বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। মুক্তিযোদ্ধা সহ তাদের পরিবারকে সংবর্ধনা প্রদান ও আলোচনাসভা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামীলীগের উদ্যোগে পৃথক ভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বিকেল ৪ টায় স্বাধীনতার সূবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি শপথ অনুষ্ঠানে সকল শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন। এছাড়া দিন ব্যাপী আরো বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।