
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
জগন্নাথপুরে পুলিশ দেখে জুয়াড়িদের নদীতে ঝাঁপ, নিখোঁজ ১
সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশ দেখে ভয়ে নদীতে ঝাঁপিয়ে পড়েন জুয়াড়িরা। এর মধ্যে পানিতে তলিয়ে তাজ উদ্দিন (৫৫) নামের একজন নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের মৃত আরফান উল্লার ছেলে। ঘটনাটি ঘটেছে, রাণীগঞ্জ বাজার এলাকার জেটি ঘাটে।
স্থানীয়রা জানান, ১৯ জানুয়ারি বুধবার বিকেলে জেটি ঘাটে গিয়ে জুয়াড়িদের ধরতে পুলিশ ধাওয়া দেয়।
এ সময় পুলিশের ভয়ে ৪ জন স্থানীয় কুশিয়ারা নদীতে ঝাঁপিয়ে পড়েন। এর মধ্যে ৩ জন সাঁতার কেটে পাড়ে উঠলেও তাজ উদ্দিন নিখোঁজ হয়ে যান।
জগন্নাথপুর ফায়ার সার্ভিসের দমকল বাহিনী সহ স্থানীয় বিভিন্ন ভাবে উদ্ধার তৎপরতা চালানো হলেও এখনো সন্ধান পাওয়া যায়নি।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, আমরা লোকটিকে উদ্ধার করতে ব্যস্ত রয়েছি। তবে এসআই জিন্নাতুল ইসলাম জানান, পুলিশের ধাওয়া খেয়ে নয়, তারা পুলিশ দেখে ভয়ে নদীতে ঝাঁপিয়ে পড়েন।