
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রাক্টর ও সিএনজি সংঘর্ষে চালক সহ ২ জন নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীগঞ্জ বাজার এলাকার সড়কে।
নিহতরা হলেন, সিএনজি চালক নবীগঞ্জ থানার আউশকান্দি এলাকার শুভ মিয়া ও সিএনজি যাত্রী স্থানীয় বাগময়না তাজপুর গ্রামের আমির উদ্দিন।
স্থানীয়রা জানান, ২ জানুয়ারি রোববার মালবাহী ট্রাক্টর ও যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে ট্রাক্টর চাপায় সিএনজি চালক শুভ মিয়া ও যাত্রী আমির উদ্দিনের ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়।
খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ সময় দুর্ঘটনায় কবলিত ট্রাক্টর ও সিএনজি জব্দ করা হয়।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার এসআই জিন্নাতুল ইসলাম নিশ্চিত করেছেন।