দৈনিক আজকের বাংলা ডেস্ক
চীনে গ্যাস লাইন বিস্ফোরণে নিহত -১২ জন ও ১৩৮ জন আহত হয়েছেন বলে তথ্য পাওয়া যায়। এদের মধ্যে ৩৭ জনের অবস্থায় গুরুতর।
রোববার স্থানীয় সময় ভোর সাড়ে ছয়টায় দেশটির হুবেই প্রদেশের শিয়ান শহরের আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটেঠছ। খবর রয়টার্সের
দুর্ঘটনার পর পর ওই এলাকা থেকে প্রায় ১৫০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণে এলাকাটির একটি খাদ্য পণ্যের মার্কেট ধসে পড়েছে। সিসিটিভির ফুটেজে বিস্ফোরণের সময় অনেককে সকালের নাস্তা করতে এবং মুদি দোকানে কেনাকাটা সারতে দেখা গেছে।
সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে রক্ত দেওয়ার জন্য শহরবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে স্থানীয় হাসপাতালগুলো। আহতদের অনেকেই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন।
শহর কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের পর অনেকেই ধ্বংসস্তূপে আটকা পড়েছেন। তাদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছেন জরুরি বিভাগের কর্মীরা।
কী থেকে গ্যাস লাইনে বিস্ফোরণ হয়েছে তা তাৎক্ষণিকভাতে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ।
সূত্র-রয়টার্সের খবর