
ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রাম সিটি করপোরেশনের -চসিক- নির্বাচনে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, গত ১৬ বছর অনেক চিকিৎসক নির্যাতিত হয়েছে, সহিংসতার শিকার হয়েছে, জেল কেটেছে। চসিক নির্বাচনে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল।
তিনি বৃহস্পতিবার -২০ মার্চ- বিকেলে নগরীর চট্টগ্রাম ক্লাবে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইউএসটিসি আই এ এইচ এস’র প্রাক্তন শিক্ষার্থীদের চিকিৎসক সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চসিক মেয়র বলেন, চিকিৎসক আদনান বিনা কারণে অনেক মাস ধরে জেলে ছিল। করোনার রোগী আসছে নিমোনিয়ার রোগী বলে চালিয়ে দেওয়া হচ্ছে— এ সত্য কথাটি বলেছে সে। পরে এটা কিন্তু এস্টাবিলশড হয়েছে। সব রোগীগুলো করোনায় আক্রান্ত। তখন থেকেই আদনানের কথা শুনে যদি করোনার বিষয়ে সতর্ক থাকতো তাহলে করোনার রোগীদের ক্ষেত্রে আমরা আরো যত্নবান হতে পারতাম। কিন্তু তারা করেছে কি, জোর করে আদনানকে ধরে নিয়ে গিয়ে ইন্টারোগেট করেছে। আমি কোনো তাকে বলেছি কিনা তাকে বলতে। আমি তখন মেয়র নির্বাচন করছিলাম।
ওই নির্বাচনে আমাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য তাকে প্রেসারাইজ করা হয়েছিল এবং আরেক যুবদল নেতার নাম বলতেও বাধ্য করা হয়েছে।
তিনি আরো বলেন, আপনাদের সবার দোয়ায় আমি আজ চসিকের মেয়র হয়েছি। আমি মনে করি এটা আপনাদের দোয়ার ফসল। আপনারা আমার জন্য অনেক আন্দোলন সংগ্রাম করেছেন, রাজপথে সংগ্রাম করেছেন। নির্বাচনের সময় জেল-জুলুমের ভয় উপেক্ষা করে ক্যাম্পেইনিং করেছেন। আমি আপনাদের বলছি, ওই সময় যেমনিভাবে আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো, ইনশাআল্লাহ। আপনাদের নিয়ে আমার যে স্বপ্ন গ্রিন সিটি, ক্লিন সিটি এবং হেলদি সিটি, সেই কমিটমেন্ট আমি পূরণ করে পরিচ্ছন্ন নগরী উপহার দিব।
চট্টগ্রাম মহানগর ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দীনের সভাপতিত্বে ও চট্টগ্রাম জেলা ড্যাবের যুগ্ম সম্পাদক ডা. মো. রিফাত কামালের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চমেক শাখা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন, চট্টগ্রাম জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, বিএমএ চট্টগ্রাম শাখার সাবেক সাধারণ সম্পাদক ডা. খুরশিদ জামিল চৌধুরী, ইউএসটিসি ছাত্রদলের ১ম ব্যাচের আহবায়ক ডা. এম রায়হান উদ্দিন, চমেক শাখা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. ফয়েজুর রহমান, জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী। বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ড্যাবের যুগ্ম সম্পাদক ডা. শাহনেওয়াজ সিরাজ মামুন, আই ডি এ’র আহবায়ক ডা. মতিয়ুর রহমান, বেসরকারী মেডিকেল ছাত্রদলের সহ সভাপতি ডা. সৈয়দ মো. ফাহাদ, ইউএসটিসি ছাত্রদলের আহবায়ক ডা. গিয়াস উদ্দিন নয়ন প্রমূখ।