
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
নাগেশ্বরী থানাধীন গ্রামের নারীদের গোপনে গোসল করা ও কাপড় পরিবর্তনের ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে সুমন বাপ্পি (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।ভ্রমণ প্যাকেজ
ভুক্তভোগী এক নারীর অভিযোগের ভিত্তিতে নাগেশ্বরী থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তের দায়িত্ব পান নাগেশ্বরী থানার সাব-ইনেসপেক্টর নাদিম মাহমুদ।
পুলিশ সূত্রে জানা যায়, নাগেশ্বরী থানার মামলা নং-১২, তারিখ ১৮ নভেম্বর ২০২৫, ধারা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ৮(১)/৮(২)/৮(৩) অনুযায়ী অভিযুক্ত পলাতক আসামি মোঃ সুমন বাপ্পিকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নাগেশ্বরী থানার চৌকস সাব-ইনেসপেক্টর নাদিম মাহমুদের নেতৃত্বে রংপুর জেলার কাউনিয়া থানার অন্তর্গত কুড়িগ্রাম হতে রংপুরগামী আঞ্চলিক মহাসড়কের রেলগেট সংলগ্ন পাকা রাস্তা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মোঃ সুমন বাপ্পি (২৫), পিতা- মোহাম্মদ হাবিবুর রহমান, মাতা- মোছাঃ আমিনা বেগম। তার বাড়ি গোদ্ধনের কুটি (চাকের কুটি), থানা- নাগেশ্বরী, জেলা- কুড়িগ্রাম।
সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন জানায়, গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়ায় তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য দিক খতিয়ে দেখা হচ্ছে।

























